সাম্প্রতিক তথ্যাবলিঃ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ বিষয়াবলি
⇨ ২০২৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নাম হয় 'জুলাই স্মৃতি উদ্যান'।
⇨ নবনির্মিত 'জুলাই শহীদ স্মৃতি ভবন' অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
⇨ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় ২০২৫ সালের ১ জানুয়ারি
⇨ ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয় ২০২৫ সালের ১ জানুয়ারি।
⇨ এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে (ibas ++) ইলেক্ট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (EET) বেতন-বাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় ২০২৫ সালের ১ জানুয়ারি।
⇨ চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয় ২০২৫ সালের ৩ জানুয়ারি।
⇨ চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম 'শহিদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক'।
⇨ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানিসংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ৫ জানুয়ারি।
⇨ দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ১২০ কিমি বেগে ট্রেন চলাচল শুরু হয় ২০২৫ সালের ৫ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের ৬ জানুয়ারি গুমের অভিযোগ করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
⇨ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 জারি করা হয় ২০২৫ সালের ৯ জানুয়ারি।
⇨ সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় ২০২৫ সালের ৯ জানুয়ারি।
⇨ উপদেষ্টা পরিষদের বৈঠকে পূর্ব তিমুরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয় ২০২৫ সালের ৯ জানুয়ারি।
⇨ দেশে প্রথমবারের মতো মানবদেহে 'ব্যাট-রিওভাইরাস' নামে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় ২০২৫ সালের ১০ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের ১১ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে যোগ দেন ট্রেসি অ্যান জ্যাকসন।
⇨ ২০২৫ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুমাস (৬০ দিন) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
⇨ ২০২৫ সালের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেন আপিল বিভাগ।
⇨ ২০২৫ সালের ১৫ জানুয়ারি দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) এ আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে এক নারী মারা যান।
⇨ জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন 'শহিদের' তালিকা করে গেজেট প্রকাশ করা হয় ২০২৪ সালের ১৫ জানুয়ারি।
⇨ জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।
⇨ ২০২৫ সালের ১৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩ সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার।
⇨ ২০২৫ সালের ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় হবিগঞ্জে।
⇨ ২০২৫ সালের ১৯ জানুয়ারি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। 
⇨ সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ,  ২০২৫ জারি করা হয় ২০২৫ সালের ২১ জানুয়ারি।
⇨ সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম 'সুপ্রীম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল'।
⇨ সুপ্রীম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল' এর সদস্য সংখ্যা ৭ জন।
⇨ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ সরকার অনানুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে ২০২৫ সালের ২৪ জানুয়ারি।
⇨ ভারতীয় সীমান্তরক্ষী বাংলাদেশ সীমান্তে ১০ দিনের 'অপস অ্যালার্ট' জারি করে ২০২৫ সালের ২৪ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষিত হয় আসবাবপত্র
⇨ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বিশ্বের মোট ৩০ টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
⇨ বাংলাদেশ টেলিভিশনের সংবাদবিত্তিক চ্যানেলের নাম BTV News
⇨ দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো গ্রিন ইউনিভার্সিটি।
⇨ মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই A Time to Drean and a Time of Despair এর লেখক মনজুরুল হক।


আন্তর্জাতিক বিষয়াবলি
⇨ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে জেনারেশন বিটা এর সময়কাল শুরু হয়।
⇨ জেনারেশন বিটা এর সময়কাল ২০২৫-২০৩৯ সাল।
⇨ রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বন্ধ হয় ২০২৫ সালের ১ জানুয়ারি।
⇨ ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ২০২৫ সালের ১ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের ১ জানুয়ারি পূর্ণাঙ্গ সদস্য হিসেবে শেনজেন অঞ্চলে যুক্ত হয় বুলগেরিয়া ও রোমানিয়া।
⇨ ১১৯ তম মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশন শুরু হয় ২০২৫ সালের ৩ জানুয়ারি
⇨ ২০২৫ সালের ৩ জানিয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ পরিষদের স্পিকার হিসেবে পুননির্বাচিত হন মাইক জনসন।
⇨ ২০২৫ সালের ৪ জানুয়ারি জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা।
⇨ ২০২৫ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস।
⇨ ২০২৫ সালের ৬ জানুয়ারি ব্রিকসের দশম সদস্য হিসেবে যোগ দেয় ইন্দোনেশিয়া।
⇨ ২০২৫ সালের ৭ জানুয়ারি চীনের তিব্বত অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
⇨ ২০২৫ সালের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে।
⇨ ২০২৫ সালের ৯ জানুয়ারি লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সেনাপ্রধান জোসেফ আউন।
⇨২০২৫ সালের ১৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
⇨ ২০২৫ সালের ১৪ জানুয়ারি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন দেশটির লেবার পার্টির নতা টিউলিপ সিদ্দিক।
⇨ ২০২৫ সালের ১৫ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করা হয়।
⇨ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী ভাষণ দেন ২০২৫ সালের ১৫ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের ১৬ জানুয়ারি ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের ঐতিহাসিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে যুক্তরাজ্য।
⇨ ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
⇨ ২০২৫ সালের ১৮ জানুয়ারি পারস্য উপসাগরের অজ্ঞাত একটি স্থানে ভূগর্ভস্ত নৌ ক্ষেপনণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে ইরান।
⇨ গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ২০২৫ সালের ১৯ জানুয়ারি।
⇨ ২০২৫ সালের ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প।
⇨ ২০২৫ সালের ২০ জানুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর নামকরণ করেন।
⇨ ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (Word Health Organization) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
⇨ ২০২৫ সালের ২১ জানুয়ারি দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে Operation Iron Wall নামে সামরিক অভিযান শুরু করে।
⇨ ২০২৫ সালের ২২ জানুয়ারি ইয়েমেনের হুতিদের 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
⇨ ২০২৫ সালের ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল 'বাংলা নববর্ষ দিবস' উদযাপনের প্রস্তাব পাস হয়।
⇨ ২০২৫ সালের ২৩ জানুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ ১৪ দিনের জন্য স্থগিত করে ওয়াশিংটনের সিয়াটল আদালত।
⇨ ২০২৫ সালের ২৪ জানুয়ারি বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশরে সামরিক সহায়তা বাদে সব বিদেশি সহায়তা স্থগিত করে।
⇨ ২০২৫ সালের ২৫ জানুয়ারি প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গায়েম ও আলমাস ক্ষেপণাস্ত্র উৎক্ষপণ করে ইরান।
⇨ ভারতের যৌথ সংসদীয় কমিটিতে ওয়াকফ বিল পাস হয় ২০২৫ সালের ২৭ জানুয়ারি।
⇨ কৃত্রিম বন 'মিয়াওয়াকি ফরেস্ট' তৈরির ধারণার প্রবক্তা হলেন আকিরা মিয়াওয়াকি।
⇨ ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম Zagros
⇨ সিআর-৪৫০ ট্রেনের উদ্বাবক দেশ চীন।
⇨ যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক হলেন জ্যানেট পেট্রো।

Comments