Computer and ICT in Daily Life: AI, Robotics, Embedded Computer

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস
টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিকস বলা হয়। Robotics শব্দটির উৎপত্তি হয় 'Robot' শব্দ থেকে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মত কাজ করতে পারে, তাকে রোবট বলে। এটি একটি স্বয়ক্রিয় কম্পিউটার পদ্ধতি। জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', সনি কর্পোরেশনের 'আইবো', হোন্ডা কোম্পানির 'আসিমো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-
১। Power System: সাধারণত লেড এসিড রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়।
২। Actuator: রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ-প্রতঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো Actuator.।
৩। Sensing: অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মতো অনুভূতি তৈরি করা হয়।
৪। Manipulation: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটিকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় Manipulation.। সাধারণত রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে।

সোফিয়া
সোফিয়া হচ্ছে মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সামাজিক যোগাযোগে সক্ষম নারী রোবট। হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স এটি তৈরি করে। রোবটটিকে এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের আচরণের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে। ২০১৭ সালের অক্টোবরে মাসে রোবটটিকে সৌদি আরব নাগরিকত্ব দেয়। সোফিয়া বিশ্বের প্রথম রোবট হিসেবে কোন দেশের নাগরিকত্ব অর্জন করে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর রোবট সোফিয়া বাংলাদেশ সফরে এসেছিল।

N.B: ⇨ Father of Artificial Intelligence: John McCarthy.
 ⇨ Deep blue is a Chess-playing Computer.

Embedded Computer
Embedded Computer হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে কাজ করে। এটি কোনো প্রচলিত কম্পিউটার নয়। Embedded system এ সাধারণত একটি Microprocessor Board এবং সুনির্দিষ্ট কাজের জন্য Programing সম্বলিত একটি ROM থাকে। আধুনিক Embedded System এ Microcontroller এর ব্যবহার পরিলক্ষিত হয়। এম্বেডেড কম্পিউটারের উৎপাদন খরচ অনেক কম এবং এটি আকারে Microcomputer এর চেয়ে অনেক ছোট। Embedded system এ অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়।  যেমনঃ একটি এয়ার কন্ডিশনারে ঘরের একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দেশ করে কমান্ড দেয়া হলো। ঘরের তাপমাত্রা ঐ নির্দিষ্ট মাত্রায় পৌঁছামাত্র স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাবে। আর এয়ার কন্ডিশনার এই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কাজটি করবে যন্ত্রটির ভিতর বিদ্যমান এম্বেডেড কম্পিউটার। সুনির্দিষ্ট এই বিশেষ কাজটি করার জন্য আলাদ মাইক্রোকম্পিউটার ব্যবহারের প্রয়োজন নেই। 
ডিজিটাল ইন্টারফেস সম্বলিত ইলেকট্রনিক যন্ত্রাংশ যেমন ঘড়ি, মাইক্রোওয়েভ, ভিসিআর, কার প্রভৃতিতে Embedded  System ব্যবহৃত হয়। সেলফোন, এয়ার কন্ডিশনার, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেম, ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত ATM প্রভৃতিতে এম্বেডেড সিস্টেমের ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

Automated Teller Machine (ATM) একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোনো সময় অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। কার্ডের মাধ্যমে গোপন পিন ব্যবহার করে যেকোন দিন যেকোন সময় ব্যাংক হতে টাকা উত্তোলন, জমা বা স্থানান্তর করা যায়।

Comments