Giant IT Companies: IBM, Microsoft, BackRub, Yahoo, Intel, Apple, Oracle...
IBM (International Business Machine Co.)
হলিরিথ ১৮৯৬ সালে টেবুলেটিং মেশিন কোম্পানি নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। হলিরিথের এই প্রতিষ্ঠানের সাথে আরও দুটি প্রতিষ্ঠানের সম্মিলনে পরবর্তীতে ১৯১১ সালে বিখ্যাত IBM কোম্পানির জন্ম হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্মংক নামক স্থানে অবস্তিত। IBM এর বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে ATM, Hard disk, ও Floppy Disk বিশেষভাবে উল্লেখযোগ্য। IBM কে Big Blue বলা হয়। ১৯৮৪ সালে IBM দ্বিতীয় প্রজন্মের বিখ্যাত কম্পিউটার IBM PC/AT (IBM Personal Computer/Advance Technology) বাজারজাত করে।
Microsoft
বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সনচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ১৯৭৫ সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। আশির দশকের শুরুতে IBM একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS-DOS ব্যবহারের সিদ্দান্ত নেয়। ১৯৮১ সালে IBM থেকে বের হয় PC নামক কম্পিউটার যা কম্পিউটার জগতে যুগান্তকারী পরিবর্তন আনে। মাইক্রোসফট এর বর্তমান CEO সত্য নাদেলা।
উল্লেখ্য, বিল গেটস এর প্রথম Computer Program হলো TIC-TACT-TOE.
Google Inc. (BackRub)
গুগল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি-বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন, অন লাইন বিজ্ঞাপন সেবা, এবং ক্লাউড কম্পিউটিং এর জন্য বিখ্যাত। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে অবস্থিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা। গুগল এর বর্তমান CEO হলেন পিচাই সুন্দারজন
Yahoo.com
ইয়াহু একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৯৪ সালে ডেভিড ফিলো ও জেরি ইয়াং কর্তৃক ইয়াহু প্রতিষ্ঠিত হয়। ইয়াহুর ওয়েব সাইট ছাড়াও বিভিন্ন ধরণের কার্যক্রম যেমন- সার্চ ইঞ্জিন, Yahoo Mail, Yahoo News, Social Media ইত্যাদি সেবা রয়েছে।
Intel Corporation
Intel Corporation একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি। এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি Microprocessor X86 সিরিজের প্রস্তুতকারক যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়। ১৯৬৮ সালের ১৮ জুলাই ইন্টেল প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।
Apple Inc.
বর্তমান সময়ের আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত। ১৯৭৬ সালের ১ এপ্রিল Apple প্রতিষ্ঠিত হয়। Apple এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক। স্টিভ জবসের বিখ্যাত উক্তি- " Innovation distinguishes between a leader and a follower."
Oracle Corporation
ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত। কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী -বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে। ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে। ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন Larry Ellison, Bob Miner এবং Ed Oates.
N.B: কম্পিউটারে দুই ধরনের চিপ ব্যবহৃত হয়। যথা- মাইক্রোপ্রসেসর চিপ এবং প্রধান মেমোরি চিপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অন্তর্গত সানফ্রানসিস্কোর অন্তর্গত দক্ষিণাশে বহু সিলিকন চিপ উদ্ভাবক ও নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। এইজন্য এ অঞ্চলকে সিলিকন ভ্যালি বলা হয়।
Comments