Introduction to Computer

Introduction to computer
Introduction to Computer

কম্পিউটার
ল্যাটিন শব্দ কম্পিউটেয়ার (Computare) থেকে ইংরেজিতে Computer শব্দটির উৎপত্তি। Compute শব্দের অর্থ হলো গণনা করা। তই কম্পিউটারের আভিধানিক অর্থ হলো গণনাকারী বা হিসাবকারী যন্ত্র। শুরুতে কম্পিউটারের পরিচয় ছিল গণনা যন্ত্রের। কিন্তু এখন আর কম্পিউটারকে গণনা যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে।

* আধুনিক কম্পিউটারের বেশিষ্ট্যঃ
⇨ দ্রুত গতি সম্পন্ন (High Speed)
⇨ সূক্ষ্মতা (Accuracy)
⇨ ক্লান্তিহীনতা (Diligency)
⇨ স্বয়ংক্রিয়তা (Automation)
⇨ বহুমুখিতা (Versatility)
⇨ নির্ভুলতা (Correctness)
⇨ বিশ্বাসযোগ্যতা (Reliability)
⇨ স্মৃতিশক্তি (Memory)
⇨ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical Decision)
⇨ অসীম জীবনীশক্তি (Endless life)

 কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেক বড় এবং জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করতে পারলেও কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি নেই। কম্পিউটার নিজে বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে পারে না। মানুষের তৈরি করে দেওয়া নির্দেশমালা অনুসরণ করেই কম্পিউটার সব রকমের কাজ সম্পন্ন করে।৷ পুনরাবৃত্তিমূলক কাজ নির্বুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারের উৎসাহ, মনোযোগ এবং সহিঞ্চুতার একটুও ঘাটতি হয় না। কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বার বার সম্পন্ন করার প্রক্রিয়াকে লুপিং (Looping) বলে।

MCQ Solution

কম্পিউটারের পারঙ্গমতা
প্রশ্নঃ কোন কম্পিউটারের একটি সাধারণ যোগ করতে যদি ৫০ ন্যানোসেকেন্ড সময় লাগে, তাহলে ১ সেকেন্ডে এরূপ কতটি যোগ করতে পারবে?
সমাধানঃ 
১ ন্যানো সেকেন্ড =১০-৯ সেকেন্ড
৫০ ন্যানো সেকেন্ড = ৫০×১০-৯ সেকেন্ড
কম্পিউটারটি ৫×১০-৯ সেকেন্ডে করে ১ টি যোগ
অতএব কম্পিউটারটি ১ সেকেন্ডে করে ১/(৫×১০-৯) টি যোগ।
= ২ কোটি

আরো দেখুনঃ
কম্পিউটার জাদুঘর
কম্পিউটারের বিবর্তন ও প্রজন্ম
কম্পিউটারের প্রকারভেদ
তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান
বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস




Comments