Processing Hardware

Processing Hardware
ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল কম্পিউটার তার প্রক্রিয়াকরণের ফলাফলের মাধ্যমে পূরণ করে থাকে।প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত হার্ডওয়্যারসমূহকে বলা হয় প্রসেসিং হার্ডওয়্যার। সাধারণত সিস্টেম ইউনিটের অভ্যন্তরে প্রসেসিং হার্ডওয়্যারসমূহ অবস্থান করে। কম্পিউটারের প্রসেসিং কাজের সাথে বিভিন্ন ধরণের প্রসেসিং হার্ডওয়্যার জড়িত থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
⇨ মাইক্রোপ্রসেসর (Microprocessor)
⇨ মেমোরি (Memory)
⇨ বাস (BUS)
⇨ মাদারবোর্ড (Motherboard)
⇨ ইন্টারফেস (Interface)
⇨ পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit)
⇨ এক্সপানশন স্লট (Expansion slot): সাউন্ড কার্ড, ভিডিওকার্ড, এজিপি বা ভিজিএ কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি।

মাইক্রোপ্রসেসর (Microprocessor)
মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তেরি এক ধরণের VLSI (Very Large Scale Integration) চিপ। একটি একক VLSI চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে। মাইক্টোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইন বলা হয়।

মেমোরি (Memory)
কম্পিউটারে ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে বলা হয় কম্পিউটার মেমোরি বা স্মৃতি। মেমোরি লক্ষ লক্ষ স্মৃতি কোষ নিয়ে গঠিত।
কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে। একে প্রকাশ করা হয় বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি দ্বারা। কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকারের মেমোরি বিদ্যমান। যেমন, RAM, ROM, Hard Disk, CD, DVD, Pendrive, Zip Drive ইত্যাদি।

কম্পিউটার বাস (Computer BUS)
কম্পিউটার বিট বা ডিজিটাল সংকেত (1 বা 0) হিসেবে ডেটাকে প্রসেস এবং সংরক্ষণ করে। এই বিটগুলো কম্পিউটারের অভ্যন্তরে সার্কিটে চলাচল করে। বাস হলো এমন  একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত (1 বা 0) চলাচল করতে পারে। বস্তুগত দিক থেকে বাস হচ্ছে ক্যাবল বা তার অথবা সার্কিট বোর্ডের পরিবাহক লাইন। অর্থাৎ কম্পিউটারের বাস কতকগুলো বিদ্যুৎ পরিবাহী লাইনের সাহায্যে গঠিত, যার মাধ্যমে কম্পিউটারের  এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা, তথ্য, সিগন্যাল, নির্দেশ বা প্রোগ্রাম আদান-প্রদানের কাজ সম্পন্ন হয়।

মাদারবোর্ড (Mother Board)
মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে। সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড। মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।  এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত। প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে। মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন-কি বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে। মাদারবোর্ডে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন পট থাকে। মাদারবোর্ডে AGP Slot, RAM Slot, PCU Slot প্রভৃতি থাকে।  মাদারবোর্ডে PCI BUS ৩২ বিটে কাজ করে। বর্তমানে Intel, Gigabyte, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড বাজারে পাওয়া যায়।

ইন্টারফেস (Interface)
কম্পিউটারের সঙ্গে পেরিফেরাল ডিভাইসগুলো সংযোগের প্রক্রিয়াকে বলা হয় ইন্টারফেস। যেমন, গ্রাফিক্স কার্ডের সাথে পেরিফেরাল সংযোগ পয়েন্ট অর্থাৎ যে প্রক্রিয়ায় সংযুক্ত হয় তাই হলো ইন্টারফেস। বিভিন্ন প্রকার স্ট্যান্ডার্ড ইন্টারফেস আছে। যেমন, SCSI (Small Computer System Interface)। SCSI এর উচ্চারণ Scuzzy (স্ক্যাজি)। SCSI Bus এর মাধ্যমে মনিটরের সাথে সিপিইউ সংযুক্ত থাকে।

Power Supply Unit
Power Supply Unit এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়। কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট Component গুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে। এটি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় ২৩০ ভোল্ট বিদ্যুৎ সাপ্লাইকে রেগুলেটেড ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে।

Expansion Slot
⇨ VGA (Video Graphics Array): VGA কার্ডের উপর নির্ভর করে মনিটরের ডিসপ্লে কেমন হবে।
⇨ AGP (Accelerated Graphics Port): উন্নতমানের গ্রাফিক্স, ভিডিও,  গেম ইত্যাদি প্রদর্শনের জন্য AGP কার্ড ব্যবহৃত হয়।
⇨ TV Tuner Card: কম্পিউটারের মনিটরের মাধ্যমে Telivision দেখার জন্য TV Tuner Card ব্যবহৃত হয়।
⇨ Jack Card: ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ফোন করার জন্য Net 2 Phone টাইপের অনেক সফটওয়্যার ব্যবহৃত হয়। আর এর জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তার নাম Jack Card.

Comments