Skip to main content

Posts

Ads

1

পত্র লিখুন

পত্র বা চিঠি পত্র শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ স্মারক বা চিহ্ন। কোনো বিশেষ উদ্দেশ্যে মানবমনের ভাব, সংবাদ, তথ্য, আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে, তাকে সাধারণভাবে পত্র বা চিঠি বলে। সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয় (সাহিত্যিক মর্যাদা)। যেমনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। চিঠি লেখার সাধারণ নিয়মাবলিঃ চিঠি লিখতে হলে কতকগুলো সাধারণ নিয়ম মেনে চলতে হয়। যেমনঃ ক) চিঠির প্রকাশভঙ্গি আকর্ষণীয় হতে হবে। এর জন্য সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় চিঠি লিখতে হবে। খ) পত্রে কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না। ভাষা প্রয়োগে শুদ্ধতা বজায় রাখতে হবে। গ) হাতের লেখা যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে। ঘ) চিঠির বক্তব্য হবে সুস্পষ্ট। পত্রে অনাবশ্যক কিংবা অতিরঞ্জিত কোনোকিছু না লেখাই ভালো। ঙ) ঠিঠি লেখার পদ্ধতি মেনে চলতে হবে। খামে নাম ঠিকানা স্পষ্টাক্ষরে লিখতে হবে। পত্র বা চিঠির অংশ একরি চিঠি মূলত দুটি অংশে বিভক্ত। যথাঃ ১. শিরোনাম ২. পত্রগর্ভ ১. শিরোনামঃ শিরোনাম এর প্রধান অংশ প্রাপকের ঠিকানা। এই অংশে চি...

Latest Posts

Ads