ব্যতিক্রমী কিছু সন্ধি

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কুলটা ⇨ কুল + অটা
গবাক্ষ ⇨ গো + অক্ষ
অন্যান্য ⇨ অন্য + অন্য
মার্তণ্ড ⇨ মার্ত + অণ্ড
স্বীয় ⇨ স্ব +  ঈয়
বিম্বোষ্ঠ ⇨ বিম্ব + ওষ্ঠ
রক্তোষ্ঠ ⇨ রক্ত + ওষ্ঠ
সীমন্ত ⇨ সীমন + অত
শুদ্ধোদন ⇨ শুদ্ধ + ওদন
প্রৌঢ় ⇨ প্র + ঊঢ়
স্বৈর ⇨ স্ব + ঈর
অক্ষৌহিণী ⇨ অক্ষ + ঊহিণী
সারঙ্গ ⇨ সার + অঙ্গ
গবেন্দ্র ⇨ গো + ইন্দ্র

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি
আশ্চর্য ⇨ আ + চর্য
বৃহস্পতি ⇨ বৃহৎ +পতি
মনীষা ⇨ মনস + ঈষা
পতঞ্জলি ⇨ পতৎ + অঞ্জলি
গোষ্পদ ⇨ গো + পদ
তস্কর ⇨ তৎ + কর
ষোড়শ ⇨ ষট + দশ
পরস্পর ⇨ পর + পর
একাদশ ⇨ এক + দশ
দ্যুলোক ⇨ দিব + লোক
বনস্পতি ⇨ বন +পতি
হরিশ্চন্দ্র ⇨ হরি + চন্দ্র
প্রায়শ্চিত্ত ⇨ প্রয় + চিত্ত
বিশ্বামিত্র ⇨ বিশ্ব + মিত্র

বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি
উত্থান ⇨ উৎ + স্থান
উত্থাপন ⇨ উৎ + স্থাপন
উত্থাপিত ⇨ উৎ + স্থাপিত
সংস্কার ⇨ সম + কার
সংস্কৃত ⇨ সম্ + কৃত
সংস্কৃতি ⇨ সম + কৃতি
পরিষ্কার ⇨ পরি + কার
পরিষ্কৃত ⇨ পরি + কৃত

বিশেষ বিসর্গ সন্ধি
বাচস্পতি ⇨ বাচঃ + পতি
ভাস্কর ⇨ ভাঃ + কর
অহর্নিশ ⇨ অহঃ + নিশ
অহরহ ⇨ অহঃ + অহ
প্রাতঃকাল ⇨ প্রতঃ + কাল
শিরঃপীড়া ⇨ শিরঃ + পীড়া
আস্পদ ⇨ আঃ + পদ
মনঃকষ্ট ⇨ মনঃ + কষ্ট

Comments