"With" Preposition যুক্ত Group Verbs

সহ্য করা অর্থে Bear with ব্যবহৃত হয়।
ঝগড়া করা অর্থে Break with ব্যবহৃত হয়।
সহমত করা অর্থে Carry with ব্যবহৃত হয়।
কারোও নিকট জনপ্রিয় হওয়া/বন্ধুসুলভ হওয়া অর্থে Get in with ব্যবহৃত হয়।
কারোও সাথে সুসম্পর্ক বজায় রাখা অর্থে Get on with ব্যবহৃত হয়।
একমত হওয়া অর্থে Go with ব্যবহৃত হয়।
সহ্য করা অর্থে Put up with ব্যবহৃত হয়।
মুক্ত করা অর্থে Do away with ব্যবহৃত হয়।
মুক্ত হওয়া অর্থে Do away with ব্যবহৃত হয়।
ধ্বংস করা অর্থে Do away with ব্যবহৃত হয়।
আইন বাতিল করা অর্থে Do away with ব্যবহৃত হয়।
চুরি করে পালানো অর্থে Run away with ব্যবহৃত হয়।


Comments