স্বাধীন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার

ছাত্র আন্দোলনের গণরোষের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
* সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন ২০২৪ সালের ৫ আগস্ট।
* রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা দেন ২০২৪ সালের ৬ আগস্ট।
* অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট, ২০২৪
* অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে ৮ আগস্ট, ২০২৪
* প্রধান উপদেষ্টার নেতৃত্নে মোট উপদেষ্টা ২০ জন (পুরুষ ১৬ জন এবং নারী ৪ জন)
* অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীঃ
⇨ প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস
⇨ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ঃ সালেহ উদ্দিন আহমেদ
⇨ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ঃ সালেহ উদ্দিন আহমেদ
⇨ পরিকল্পনা মন্ত্রণালয়ঃ ওয়াহিদউদ্দিন মাহমুদ
⇨ শিক্ষা মন্ত্রণালয়ঃ ওয়াহিদউদ্দিন মাহমুদ
⇨ আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষশক মন্ত্রণালয়ঃ ড. আসিফ নজরুল
⇨ স্থানীয় সরকার মন্ত্রণালয়ঃ হাসান আরিফ
⇨, ভূমি মন্ত্রণালয়ঃ হাসান আরিফ
⇨ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ মো. তৌহিদ হোসেন
⇨ 

Comments