Computer Organization
Computer System
কম্পিউটার কতকগুলো উপাদানের সমন্বয়ে তৈরি। এ ধরনের উপাদানগুলো একে অন্যের ওপর নির্ভরশীল। এই উপাদানসমূহের একত্রে গঠিত সিস্টেমই হলো কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমর প্রধান অংশ দুটি। যথাঃ-
১) Hardware
২) Software
Organization of Computer
কম্পিউটারের সংগঠন বলতে মূলত হার্ডওয়্যারের সংগঠনকেই বোঝানো হয়। কম্পিউটার বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্রাংশের সমন্বয়ে গঠিত। বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরস্পরের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটারের বিভিন্ন যন্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়। কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি। যথাঃ-
1) ইনপুট অংশ (Input Unit)
2) নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
3) (গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit) (ALU)
4) স্মৃতি অংশ (Memory Unit)
5) আউটপুট অংশ (Output Unit)
অবশ্য স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit-CPU) বলা হয়।
Computer Hardware
কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় Computer Hardware.। সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল, এর কোনো মূল্য নেই। কম্পিউটারের হার্ডওয়্যারকে চারভাগে ভাগ করা যায়। যথাঃ-
১) Input Hardware
2) Output Hardware
3) Processing Hardware
4) Storage Hardware
Data Processing
Input ⇨ Processes ⇨ Output
অথবা
Input ⇨ ALU/CPU/Memory ⇨ Output
IPOS Cycle (Input, Processing, Output and Storage)
কম্পিউটার সিস্টেমের চারটি প্রধান কাজ হলো– Input, Processing, Output এবং Storage। প্রথমে তথ্য (Data) গ্রহণ করে বিভিন্ন Input System এর মাধ্যমে। এরপর তথ্যের প্রক্রিয়াকরণ করে CPU নামের সিস্টেম ডিভাইসের মাধ্যমে এবং ফলাফল প্রকাশ করে Output ডিভাইসের মাধ্যমে। প্রাপ্ত ফলাফলগুলো কম্পিউটারে সংরক্ষিত থাকে Storage device এর মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় IPOS Cycle.।
Comments